গাজীপুরের শ্রীপুরে জনপ্রিয় সংবাদপত্র দৈনিক বাস্তব চিত্র-এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) শ্রীপুরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল হোসেন (এমডি, ইনশা মার্কেটিং শ্রীপুর, গাজীপুর), মাহমুদুল হাসান (জেলা প্রতিনিধি, এশিয়ান টিভি) এবং শফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি)।
ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল হোসেন বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,
“পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা যেন আমাদের মনকে শুদ্ধ করে এবং সমাজের মানুষের উপকারে আসতে পারে। একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। রমজানের সত্যিকারের শিক্ষাকে ধারণ করে আমাদের পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে হবে।”
অনুষ্ঠানে এলাকার ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসিত হয়। তাদের এই উদ্দীপনা ইফতার মাহফিলকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন দৈনিক বাস্তব চিত্রের প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান (মানিক)।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক মহল এবং ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিবুর রহমান (মানিক) বলেন,
“আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা সবসময় সত্য ও বাস্তবতার পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
———
দৈনিক বাস্তব চিত্র
শ্রীপুর, গাজীপুর
Leave a Reply