ঝরা পাতার কান্না
আব্দুল লতিফ আনসারী
ঝরা পাতার কান্না তুমি
শুনেছ কি কভু
গাছের তরে হৃদয় সঁপে
কেঁদে যাচ্ছে তবুও।
প্রয়োজনটি ফুরালো তাই
সে হারালো গাছ
সারা জীবন ছিল যে সে
গাছের জন্য তাজ।
ঝরা পাতা জরে গেল
আর না লাগবে জোড়া,
এমন দিনটি নয়তো বাকি
কেউ বা দিবে পোড়া।
ঝরা পাতার কত কষ্ট
কেউ বা লাথি মারে
এত কষ্ট পাওয়ার জন্য
সে কি ঝরে পড়ে।
ঝরা পাতা পচে যায়
কেউ করে রান্না
কান পেতে শুনে ক জন
ঝরা পাতার কান্না।
Leave a Reply