ষোল আনা তোমার হয়ে
কবি শাহজাহান মাস্টার
জানি না কখন তুমি এলে,
স্বপ্নের জাহাজ বোঝাই করে
আমি যখন ছন্নছাড়া জীবনে,
ঘুরি অজানা অচেনা পথে,
নিজেকে মূল্যহীন বানিয়ে,
তখনই তুমি এলে,
অনেকটা অতি সংগোপনে।
প্রথমে ভেবে ছিলাম মিছে মিছে,
সময় ঘড়িয়ে বেলা ফুরিয়ে,
এখন দেখি ঠিকই তুমি এলে,
জীবনে সুখের পরশ নিয়ে।
চোখ খুলে যখন তোমায় দেখি,
তোমার ঠুঁটের মিষ্টি হাসি।
মায়াবি মূখাবরনে তাকালে,
কি নেশা ধরে দুচোখে!
চোখ যে মনের কথা বলে,
তোমাকেই শুধু ভালো লাগে।
উসকু খুসকু চুলের ঢংয়ে,
ছিলাম রঙচটা পোষাক পরিধানে,
তেল ছিট ছিট ফ্যাকাশে গালে,
জাগতিক অভাবের সংসারে,
কেন তুমি আমার জীবনে জড়ালে?
সবকিছুতেই তুমি ছিলে এগিয়ে,
আমি ছিলাম বহু দূর পিছিয়ে।
তুমি পরিপুর্ণ,আমি ছিলাম শুণ্য
আমায় পেয়ে তুমি ধন্য!
তোমার মায়াবি মুখটা অনেক দামি,
আমি জানি তুমি কি?
কোন ঘোরে নয়,নয় কোন ছলনায়,
তুমি আমায় পেয়েছো ভালোবাসায়।
মোর হৃদয়ের জমিনে বিশাল প্রাসাদে,
তুমি আছো রানি সেজে-
থাকবে আমার সমগ্র জীবনে।
আমি প্রতিদিন ফুলের মালা গাঁথি,
তোমার মনের মতো হতে সাধনা করি,
তোমার জন্য অপেক্ষায় থাকি,
সব কিছুতেই তোমার গন্ধ খুঁজি।
অবশেষ, ষোল আনা তোমার হয়ে,
আছি তোমায় ভালোবেসে।
Leave a Reply