অপেক্ষা যন্ত্রণা
কবি শাহজাহান মাস্টার
তুষ্ট ক্ষণকাল, চিরকাল বহে
জানি আঘাত হানে মনে,
তবুও অনবরত যাচ্ছে বলে
একটু দাঁড়াও দেখা হবে,
তোমার প্রিয় মানুষের সনে।
ঘড়ির কাটে ঘুরে জোরেশোরে,
সময় খুব দ্রুত চলে,
যে কি -না আছে পথে পথে।
আর যে এসেছে আগে,
তার কিনা সময় যায় না চলে।
ঘুরে না ঘড়ির কাটা,
সময় যে তার কাছে থমকে দাঁড়া।
এক ঘন্টা এক দিনের সমান,
প্রিয়জনের আগমনের হয় না অবসান।
দাঁড়াও ১ মিনিট চলে এসেছি,
এ যেন প্রিয়জনের সাথে ভাঁওতাবাজি।
কখনো হয় না আসা এক মিনিটে,
ভীষণ রাগ ওঠে মিথ্যে আশ্বাসে।
অপেক্ষা নামক যন্ত্রণায় রেগেমেগে আগুন,
চেহারা দেখে রাগ হয় আরো দ্বিগুণ।
চোখ রাঙিয়ে গালি দিয়ে জ্বাল মিটিয়ে,
আপোষ হয় দুজন দুজনে।
অবসান হয় অপেক্ষার প্রহর,
অত:পর,দুজনে নেয় একে অপরের খবর।
Leave a Reply