গাজীপুর থেকে আবদুল লতিফ আনসারী ঃ- শিক্ষার আলোয় আলোকিত হোক জীবন,সুশিক্ষা ই শিক্ষিত মানুষ গড়ে তোলে, শিক্ষা বাস্তব জীবনে উন্নতি ঘটায়, এই ধরণের বিভিন্ন আশা আকাংখা বুকে ধারন করে শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামে এলাকার বেশ কিছু সংখ্যক শিক্ষানুরাগীর অক্লান্ত সহযোগীতায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রাশিদুল ইসলাম রনি ও ইয়াসিন সরকার রবিন দুইজনে মিলে ২০১৮ ইংরেজি সনে প্রতিষ্ঠা করেন দুর্লভপুর বর্ণমালা একাডেমি।বিদ্যাপীঠটির প্রতিষ্ঠার শুরু থেকেই পরিকল্পনার বাস্তবরুপ সবার নজর কেড়েছে। এখানে ছাত্র-ছাত্রীদের কে উন্নতমানের লেকচার সীট,কোর্স প্ল্যান,সিলেবাস,সাজেশন ও হ্যান্ডনোট প্রদান করা হয়।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা দ্বারা পরিচালিত বিদ্যালয় এ ছাত্র ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার সুব্যাবস্থা রয়েছে। শিক্ষকদের দক্ষতা মুল্যায়নের জন্য ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকগণের মতামত গ্রহনের জন্য নিয়মিত আয়োজন করা হয় মত বিনিময় সভা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরজন্য রয়েছে নিয়মিত ক্লাস টেস্ট,সাপ্তাহিক টার্ম ও ইয়ার ফাইণাল পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ভিত্তিক দুর্বলতা দুরীকরনের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ,শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয় বলে জনান , বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইয়াসিন সরকার রবিন।
তিনি আরও জানান, এখানে বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান করা হয়। গতানুগতিক শিক্ষা পদ্বতি পরিহার করে ছাত্র-ছাত্রীদের ব্যাতিক্রমী পদ্বতিতে পাঠদানের মাধ্যমে সাফল্য অর্জন করাই আমাদের লক্ষ্য। এখানে নিয়মিত রচনা ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। মেধা বিকাশের পাশাপাশি বাস্তব জ্ঞান বিকাশের জন্য প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করা হয়। তাছাড়াও রয়েছে আবৃত্তি ক্লাস, বিতর্ক প্রতিযোগীতা, বিশেষ আরবী শিক্ষা, বিশেষ ইংরেজী শিক্ষা কোর্স,বিশেষ গণিত শিক্ষা কোর্স ইত্যাদি। এখানে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কর্মকান্ড দক্ষতার সাথে পরিচালিত হয়। শিক্ষা ব্যাবস্থায় বিদ্যালয়টির লেখাপড়ার মান অন্যান্য বিদ্যালয় গুলোর চেয়ে শীর্ষে বলে মনে করেন বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের অভিভাবক মহল।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ রাশিদুল ইসলাম রনি জানান ,সকল শিক্ষক ও শিক্ষিকাগণ অত্যন্ত মনযোগ সহকারে ছাত্র-ছাত্রীদের পাঠ দান করে থাকেন। লেখা পড়ার আদর্শমান বজায় রাখার ব্যাপারে শিক্ষক শিক্ষিকাগণ সর্বদা প্রতিজ্ঞাবদ্ব। বিদ্যালয়টি এলাকার মানুষদের কাছ থেকে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম কুড়িয়েছে। এলাকার সাধারন অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিগণ সকলেই সন্তষ্ট বিদ্যালয়টির পাঠদান পদ্বতির উপর। বিদ্যালয়টি সার্বক্ষণিক মেধাবী,দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত। সপ্তাহের শুরুতেই সাপ্তাহিক পড়ার চার্ট তৈরী করে সে অনুযায়ী পাঠ দান করা হয়। প্রতিদিনের পাঠ প্রতিদিনই লিখিত/মৌখিক ভাবে আদায় করা হয়। সাপ্তাহিক,পার্বিক,মাসিক, বিশেষ পরীক্ষা ও মডেল টেস্টের খাতাগুলো অভিজ্ঞ শিক্ষক দ্বারা নিরীক্ষার পর নির্ধারিত সময়ে তা অভিভাবকদের সম্মুখে উপস্থাপন করা হয়।
ছাত্র ছাত্রীদের মাঝে ধর্মীয় জ্ঞান,সময় সচেতনতা,সুলভ ব্যাক্তিত্ব,উদারতা,শৃংখলা,সত্য-নিষ্ঠা,স্বদেশ প্রেম,আদর্শ নাগরিক,আধুনিক মানষিকতা ও প্রতিটি পরীক্ষায় প্রতিযোগীতামুলক মনোভাব গড়ে তোলার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ও অত্যন্ত মনযোগ সহকারে সহযোগীতা করে যাচ্ছেন বিদ্যালয় এর সার্বিক সফলতা ও উন্নয়নের জন্য।
Leave a Reply