কাশপ্রেম
চন্দনা চক্রবর্তী
কাশফুলের ঢেউয়ে লুকায় স্বপ্ন গোপন সুর,
আকাশ ভরে ভাসে কেবল প্রেমের নীল নূর।
সাদা তুলোর দোলায় ভেসে হৃদয়ের ফিসফিস,
প্রথম স্পর্শে জাগে শুধু অচেনা এক ইশ্।
শরতের রোদ ঝরে পড়ে সোনালি স্নিগ্ধ ধ্বনি,
কাশশিখায় মনে করায় প্রেমের মায়া গুণি।
ভালোবাসা উচ্চারণে নয়, অপেক্ষার ছায়া,
তুলোর মতো উড়ে যায় সে আকাশেরই মায়া।
সাদা বনের ক্যানভাসে আঁকা অগোচর সুর,
ঋতু বদলালেও প্রেম হয় না কখনো দূর।
কাশশিখায় জমে থাকে অমোঘ প্রেমরেখা,
সময় থেমে বলেই যায়—প্রেম ফিরে আসে দেখা।
চন্দনা চক্রবর্তী
মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ
Leave a Reply